[vc_message message_box_style=”solid” style=”square” message_box_color=”black” css=”.vc_custom_1607747541818{border-radius: 35px !important;}”]আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা,দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আমাদের আজকের প্রশ্ন পাঠিয়েছেন – মালিহা রহমান(ছদ্মনাম)-[/vc_message]
[vc_message message_box_style=”solid” style=”square” message_box_color=”sky” icon_fontawesome=”fas fa-question” css=”.vc_custom_1607747508998{border-radius: 35px !important;}”]আমার স্বামী একটু বদ মেজাজি। ও আমাকে মাঝে মাঝে সহ্য করতে পারে না, কিন্তু আমি ওকে শান্ত রাখতে চেষ্টা করি। আমাদের বিয়ের বয়স চার বছর। আমি এখন কি করতে পারি? আমি কোন ডাক্তার দেখাবো?[/vc_message][vc_message style=”square” message_box_color=”white” icon_fontawesome=”fas fa-envelope-open-text” css=”.vc_custom_1607747692167{border-radius: 35px !important;}”]এখানে বিষয় দুটি। এক, আপনার স্বামী বদমেজাজি। দুই, আপনাকে সহ্য করতে পারেনা। বোঝা যাচ্ছে আপনার সাথেই সরাসরি ঝামেলা। তবে এটা জানা দরকার ছিল যে, উনি কি শুধু আপনার সাথেই মেজাজ খারাপ করে নাকি ঘরে-বাইরে সবখানেই সমস্যা হয়। সবখানে সমস্যা হলে বিষয়টি অবশ্যই বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। দ্রুত সমাধানের জন্য বিশেষজ্ঞদের সাথে দেখা করে পারামর্শ নিতে হবে। আপনি বলেছেন, আপনি তাকে শান্ত রাখার চেষ্টা করেন। কতটুকু সফল হোন সেটা হিসাবের বিষয়। যদি মনে করেন, সেটা আপনি ভালো ভাবে করতে পারেন তবে তো ভালোই। সেটা চালিয়ে যান, সরাসরি বিষয়টি নিয়ে তার সাথে কথা বলুন। সমাধান যোগ্য হলে সমাধান করে ফেলুন। কতদিন যাবত এই সমস্যা সেটাও বোঝা গেলনা। তবে সমস্যা যত দীর্ঘায়িত হবে ততই বাড়বে। দ্রুত সিদ্ধান্ত নিন। প্রয়োজনে দুজনের পছন্দের কারো বা বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।