ওসিডি রোগের অনেক রকমের উপসর্গ হয়, এর একটি উপসর্গ হলো গণণা নির্ভরতা। অর্থাৎ কোনো একটা বিষয় বা ঘটনা বা পরিস্থিতিতে সংখ্যা দিয়ে বারবার বিচার করা। বিষয়টি সত্যি বা প্রয়োজনীয় নয় জানা থাকা সত্ত্বেও বারবার এই একই চিন্তা চলে আসে। এই যে লাকি নাম্বার মেনে চলা, ডাক্তার দেখানোর ক্ষেত্রে ৪ – এর কোটা পূরণ করে ফেলার চিন্তা, এসবও ওসিডি রোগের অংশ হিসেবেই হয়। তুমি আর একটা জরুরি কাজ করতে পারো সেটা হচ্ছে, তোমার পরিবারের কাউকে তোমার রোগের বিষয়ে সরাসরি যুক্ত করতে পারো। তাতে তিনি বুঝতে পারবেন বা তোমার চিকিৎসকের কাছ থেকে বুঝে নিতে পারবেন কখন কি করতে হবে। তোমারও তাতে সুবিধাই হবে। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। ভালো থাকো।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন