কোলকাতায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) আঞ্চলিক কংগ্রেস গল্প প্রতিযোগীতার আয়োজন করেছেন রিজিওনাল কংগ্রেসের বৈজ্ঞানিক কমিটি।
প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য ‘একজন ভালো ডাক্তার তৈরির জন্য কেন মানসিক প্রশিক্ষণ জরুরী’ শীর্ষক থিমের ওপর ছোটো গল্পের আহ্বান করা হয়েছে। মনের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন, রিজিওনাল কংগ্রেসের বৈজ্ঞানিক কমিটির সদস্য, ইউএস বাংলা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. রুবিনা হোসাইন।
তিনি জানান, সব স্নাতোকোত্তর মানসিক রোগ বিশেষজ্ঞ ট্রেইনিগণ এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। বিজয়ীকে ভারতীয় মুদ্রায় ২৫ হাজার রুপি প্রদান করা হবে এবং নির্বাচিত গল্প সার্ক সাইকিয়াট্রি ফেডারেশনের জার্নালে প্রকাশিত হবে। রচনা জমা দিতে হবে ইংরিজি ভাষায়।
উল্লেখ্য, আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) রিজিওনাল কংগ্রেস। হোটেল আইটিসি রয়েল বেঙ্গলে অনুষ্ঠিত এ কংগ্রেসে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, শ্রীলঙ্ক, আফগানিস্তান, মালদ্বীপ ও পাকিস্তান থেকে মনোরোগ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন।
এতে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সদ্যবিদায়ী সভাপতি ও সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের ট্রেজারার, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, নবনির্বাচিত সভাপতি বি.জে (অবঃ) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম, নির্বাহী সদস্য, ডা. হেলাল উদ্দিন আহমেদসহ বিএপির একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।
সংশ্লিষ্ট খবর…
ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের আঞ্চলিক কংগ্রেসে প্রবন্ধ আহ্বান
ডব্লিউপিএ’র আঞ্চলিক কনফারেন্সে যাচ্ছেন বিএপি’র শীর্ষ নেতৃবৃন্দ
/এসএস/মনেরখবর/