বিশ্ব মাদক দিবস : মনের খবর টিভিতে বিশেষ লাইভ ওয়েবিনার

মনের খবর ডেস্ক : বিশ্ব মাদক দিবস উপলক্ষে বিশেষ লাইভ ওয়েবিনার আয়েজন করেছে মনের খবর। ২৭ জুন সোমবার মনের খবর টিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

সোমবার রাত ৯টায় ‘মাদকের অপব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক ওয়েবিনারে আলোচনা করবেন সংশ্লিষ্ট বিষয়ে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞগণ।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘নিউরো ডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটি প্রটেকশন ট্রাস্ট’ এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. মো: গোলাম রব্বানী। এতে সভাপতিত্ব করবেন, বিএসএমএমইউ এর সাইকিয়াট্টি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।

বিশেষজ্ঞ প্যানেলে আলোচক হিসেকে আরো উপস্থিত থাকবেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ও মাদকাসক্তি স্পেশালিস্ট অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মন্ডল, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার, অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, সহযোগী অধ্যাপক ডা. মো: শামসুল আহসান মাকসুদ এবং কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’র রেসিডেন্ট সাইকিয়াট্টি ডা. মো: রাহানুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাইকিয়াট্টিস্টস ডা. সুস্মিতা সরকার, মুখপাত্র বিএসএমএমইউ এর সাইকিয়াট্টি বিভাগের রেসিডেন্ট ডা. পরাগ দে, ভোট অব থ্যাংকস জেনারেল ফার্মাসিউটিক্যালস এর ন্যাশনাল সেলস ম্যানেজার জাহিদ উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, মাদকদ্রব্যের অপব্যবহার স্বাস্থ্য ও সমাজের জন্য সাধারণত সবচেয়ে বড় হুমকি হিসেবে রয়ে গেছে। বিশ্ব যে সমস্ত বিষয় নিয়ে সংগ্রাম করছে তার মধ্যে একটি প্রধান বিষয় এবং যা সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা প্রয়োজন।

প্রতি বছর ২৬ জুন মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। পদার্থের অপব্যবহার, মাদক অতিরিক্ত মাত্রায় মৃত্যু এবং মাদক সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই দিনের মূল লক্ষ্য।

ওয়েবিনারে অংশ নিতে চাইলে এই লিংকে ক্লিক করুন।

To Join Zoom ID: 881 0294 9538
Pass-code: Tiapine
Zoom Joining Link- https://us02web.zoom.us/j/88102949538…

অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিডিয়া পার্টনার মনের খবর টিভি। ওয়েবিনার দেখতে চোখ রাখুন মনের খবর টিভিতে।

/এসএস

Previous articleবাইপোলার মুড ডিজঅর্ডারে করণীয়
Next articleদাম বাড়ছে মনের খবর মাসিক ম্যাগাজিনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here