বাচ্চা হওয়ার পর সাদা স্রাব : যা করবেন

0
248

প্রশ্ন : আমার বাচ্চা হওয়ার পর দিন দিন শুকিয়ে যাচ্ছি। প্রচুর সাদা স্রাব হয়। এখন আমার করণীয় কী?

নুসাইবা নওরীন নুপুর

উত্তর/পরামর্শ : বাচ্চা হয়ে যাওয়ার পর মায়েদের আসলে রাত জাগতে হয়, দুধ খাওয়াতে হয়। এসময় যদি নিউট্রেশন (পুষ্টি) ঠিকমতো না পায় তাহলে মা শুকিয়ে যাবে এটাই স্বাভাবিক। প্রেগনেন্সির সময় যতো ক্যালোরি লাগে বাচ্চা হয়ে যাওয়ার পর তারে থেকে তিনশো থেকে পাচশো ক্যালোরি বেশি লাগে।

আর সাদা স্রাব- যখন শরীর বেশি দূর্বল থাকে তখনো যায়। এছাড়া আর কোনো ইনফেকশন আছে কিনা, পেট ব্যাথা আছে কিনা, চুলকানি আছে কিনা সেটা জানা দরকার। খাওয়া দাওয়া করে শরীরে পুষ্টির পরিমাণ ঠিক করলেই এই সাদা স্রাব চলে যাবে। যদি চুলকানি থাকে বা সাদ স্রাবে গন্ধ থাকে তাহলে চিকিৎসা নিতে হবে। নতুবা খাওয়া-দাওয়া ঠিকঠাকমতো করলেই সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।

পরামর্শ দিয়েছেন,
অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন
এমবিবিএস, এফসিপিএস, ডিজিও, এমসিপিএস (গাইনি ও অবস)

মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে monerkhaboronline@gmail.com এ মেইল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন মনের খবর ফেসবুক পেজের ইনবক্সে।

/এসএস

Previous articleমনোজাগতিক অভ্যাস পরিবর্তনের ৩ উপায়
Next articleমাসিকের ভয় নয় : কিশোরীদের আগেই সচেতন করতে পারে পরিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here