ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এর সম্মেলন উপলক্ষ্যে গত ৫-৮ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেমিনার। সেমিনারে অংশ নিয়েছেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
সম্মেলনে অংশগ্রহণকারী দুই বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে ‘ডায়াবেটিস, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে মনের খবর টিভি। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার, রাত ১০ টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। অনুষ্ঠানে অতিথিগণ তাদের অভিজ্ঞতা, ডায়াবেটিস চিকিৎসা, জাতীয়-আন্তর্জাতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করবেন।
এতে বিশেষজ্ঞ আলোচক হিসেবে থাকবেন, বিএসএমএমইউ এর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক, ডা. শাহাজাদা সেলিম এবং গ্রীণলাইফ মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডা. তানজিনা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন’ এর সহকারী অধ্যাপক ডা. কে এম বায়জিদ আমিন।
উল্লেখ্য, ডায়াবেটিস নিয়ে জীবনযাপনকারীদের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাপী কাজ করে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)। এবারের সম্মেলনে আন্তর্জাতিক এ সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত অধ্যাপক ডা. আকতার হোসেন।
আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ মনোনীত করে বিশেষ সম্মানান দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান সম্মাননাপত্র গ্রহণ করেন।
এছাড়াও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান সংগঠনের দক্ষিন এশিয়া রিজিয়নের সভাপতি নির্বাচিত হন এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি- আন্তর্জাতিক এ সংগঠনের পূর্ণ সদস্যপদ অর্জন করে।
এসময় আইডিএফের বিদায়ী প্রেসিডেন্ট অধ্যাপক অ্যান্ড্রু বোল্টন, আইডিএফের অন্যান্য প্রতিনিধি ও সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য, বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এসএস/মনেরখবর/