মনের খবর ডেস্ক : বর্ষাকালে দিনের সময়টা বেশ লম্বা হয়। এই বৃষ্টি এই রোদ। দিনের রোদের তাপমাত্রাও হয় অন্যান্য সময়ের চেয়ে বেশি। তাই পরিবর্তনশীল এই মৌসুমে তক্বের যত্ন নিয়ে অনেকই টেনশনে পড়ে যান। এই সময়ে ত্বকের যত্ন নিতে প্রয়োজন বিশেষজ্ঞ পরার্মশ।
ত্বকের যত্নের বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে মনের খবর টিভি আয়োজন করেছে ‘বর্ষায় ত্বকের যত্ন‘ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠান।
সোমবার (২৭ জুন) রাত ৯টায় মনের খবর টিভি’র ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। এতে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন, যশোর কুইন্স হসপিটালের এলার্জি, চর্ম ও যৌন রোগ এবং লেজার ও কসমেটিক সার্জন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শওকত হায়দার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের এমবিবিএস শিক্ষার্থী সাবিকুন নাহার। অনুষ্ঠানটি দেখে সচেতন হতে পারেন আপনার ত্বকের যত্নের ব্যাপারে। কেননা সচেতনতা এবং সতর্কাতা না থাকলে ঘটে যেতে পারে যেকোনো ধরণের বিপদ।
তাই মনের খবর টিভির বিশেষ এই লাইভ অনুষ্ঠানটি দেখুন আর নিজের ত্বকের যত্নে প্রয়োজনীয় পরামর্শ নিন। অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন :
/এসএস