দেশে মানসিক স্বাস্থ্যসেবার সংকট প্রকট বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতিসংঘের মহাসচিবের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদ পুতুল।
রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক এক পরামর্শমূলক কর্মশালায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে রেগুলেটরি কমিটি থাকা দরকার, কিন্তু তা নেই। ১৫ বছরেও তা হয়নি। এটি না থাকলে তো আমরা বুঝতে পারবো না কে উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দেয়।
পুতুল বলেন, মানসিক স্বাস্থ্য চিকিৎসা কোনো দেশেই খুব ভালো নেই। আমাদের এক্ষেত্রে কাজ করার সুযোগ আছে। আমাদের মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে, এটি আরো উন্নত করতে হবে।

বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞের সংকট প্রকট উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে রেগুলেটরি কমিটি থাকা দরকার, কিন্তু তা নেই। ১৫ বছরেও তা হয়নি। এটি না থাকলে তো আমরা বুঝতে পারবো না কে উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দেয়।
দেশে মানসিক চিকিৎসকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণও নেই উল্লেখ্য করে তিনি আরো বলেন, আমাদের দেশে মানসিক স্বাস্থ্যের চিকিৎসাব্যবস্থা উন্নত নয়। এ খাতে কাজ করার অনেক কিছু রয়েছে। দেশের হাসপাতালের ব্যবস্থাপনাও ঠিক নেই। যেকোনো হাসপাতালে যদি সার্ভিস সেন্টার না থাকে, তাহলে চিকিৎসা হবে না। শুধু নতুন হাসপাতাল করে কোনো লাভ নেই। হাসপাতালে বেডের চেয়ে বেশি দরকার যারা চিকিৎসা দেবে তাদের প্রশিক্ষণ।
সায়মা ওয়াজেদ আরো বলেন, মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আইন, নীতিমালা ও কৌশলপত্র প্রণয়নসহ বাংলাদেশের বেশ কিছু কাজ রয়েছে। এখন প্রয়োজন তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি জনগণের ভেতরে মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাও জরুরি।
/এসএস/মনেরকবর/