‘সবার ভালো থাকা নিশ্চিতে মানসিকভাবে প্রফুল্ল থাকতে হবে’

0
79

‘সবার ভালো থাকা নিশ্চিত করার জন্য নিজেদের মানসিকভাবে প্রফুল্ল থাকতে হবে এবং বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ এ সবের উপর নির্ভরশীলতা কমিয়ে একে অপরের সাথে গুণগত সময় ব্যয় করতে হবে। টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়নের জন্য কেউ যাতে পিছিয়ে না পড়ে সেজন্য মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন’

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে আয়োজিক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে অক্টোবর মাসজুড়ে ঢাবি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বালাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে ওয়ার্কশপ, কর্মশালাসহ নানা কর্মসূচি পালন করে। সর্বশেষ মঙ্গলবার (১ নভেম্বর) সমাপনী সেমিনার কর্মশালা আয়োজন করা।

এতে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান জোবেদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, অটিজম ও এনডিডি সেলের প্রধান সমন্বয়ক ডা. পারভেজ রহিম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে সবার জন্য মানসিকস্বাস্থ্য নিশ্চিতকল্পে ক্লিনিক্যাল সাইকোলজির ২৫ বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানূর হোসাইন।

উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে নিয়মিতভাবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ।

Previous articleমানসিক স্বাস্থ্য সচেতনতা মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে
Next articleমানসিক স্বাস্থ্যসেবা ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে পুতুলের আক্ষেপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here