এন আই এম এইচ ডে ও পুনর্মিলনী আয়োজিত

“বাঁধন এখনো প্রাণে প্রাণে” এই শ্লোগানকে প্রতিপাদ্য রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে ৩ জুন (শনিবার) এন আই এম এইচ ডে ও পুনর্মিলনী আয়োজিত হয়েছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রাঙ্গণে এন আই এম এইচ ডে উপলক্ষে জন্মলগ্ন থেকে এন আই এম এইচ পরিবারের সকল চিকিৎসক, সেবক-সেবিকা, কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে এক আড়ম্বরপূর্ন মিলন মেলায় পরিণত হয় পুনর্মিলনী উৎসবটি।

১১.৩০ ঘটিকায় আনন্দ শোভাযাত্রা এবং পরবর্তীতে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অতঃপর আলোচনা সভা, স্মৃতিরোমন্থন, বৃক্ষ রোপণ ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানসহ নান আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

ডা. তারিকুল আলম সুমনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার তাঁর বক্তব্যে- প্রতিষ্ঠানকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার জন্য প্রতিষ্ঠানের প্রাক্তন পরিচালকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং, ভবিষ্যতে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সকলের প্রচেষ্টায় একটি উন্নত মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। 

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানী, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, অধ্যাপক ডা. মোহিত কামাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি ও ইউএস বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আজিজুল ইসলাম, অধ্যাপক শাহ্‌ আলম, অধ্যাপক সোয়েবুব রহমান, অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে, উদযাপন পরিষদের আহবায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ডা. হেলাল উদ্দিন আহমেদ।

মনের খবর ম্যাগাজিনের প্রিন্ট পিডিএফ পেতে- ক্লিক করুন।

Previous articleপদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
Next articleসিওমেক থেকে সাইকিয়াট্রিতে সদ্য এমডি করা চিকিৎসকদের সংবর্ধনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here