আনন্দঘন পরিবেশ, গভীর আবেগ, আন্তরিক ভালোবাসা এবং রঙিন আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে উদযাপিত হলো দুই দিনব্যাপী NIMH Day ২০২৫। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (NIMH) বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী এবং অতিথিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (NIMH)-এর দুই দিনব্যাপী আয়োজিত ‘NIMH Day ২০২৫’ উপলক্ষে একটি আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান।
‘মনের খবর’-এর মাধ্যমে এই বিশেষ দিনটিতে যারা উপস্থিত ছিলেন এবং এই সফল আয়োজনে যারা সহায়তা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সবার কাছে বিশেষ বার্তা পৌছে দিতে চান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান।
অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান তার দেয়া বার্তায় বলেন-
” আনন্দ ঘন মুহূর্ত, আবেগ, ভালোবাসা এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী NIMH Day ২০২৫ উদযাপিত হলো। সবার সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়েছে প্রাণবন্ত।
মাননীয় উপদেষ্টা প্রফেসর ডা বিধান রঞ্জন রায় পোদ্দার স্যারের উপস্থিতি ও দিকনির্দেশনা মূলক বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে। স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।
সাবেক পরিচালকবৃন্দ বিশেষ করে অধ্যাপক হেদায়েতুল ইসলাম,অধ্যাপক ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক এনায়েত করিম স্যার সহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ NIMH Family কে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। সকল শিক্ষক ও সহকর্মীদের জন্য রইলো আমার বিনীত শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।
সকল ছাত্র-ছাত্রীদের প্রাণবন্ত ও আনন্দময় অংশগ্রহণ অনুষ্ঠানটি কে সাফল্যমন্ডিত করেছে। তাদের জন্য রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ডাঃ তৈয়বুর রহমান রয়েল, ডাঃ আরিফ, ডাঃ মোস্তফা মিলন, ডাঃ আসিফ এবং জামাল সাহেবকে, প্রতিটি কাজে তাদের অক্লান্ত পরিশ্রম এর ফলে দুইদিনের এই আয়োজন সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
NIMH এর সাবেক ও বর্তমান সেবিকাদের সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অংশগ্রহণের জন্য রইলো ভালবাসা ও শুভ কামনা এবং
অনুষ্ঠানে ‘মনের খবর’- এর ভূমিকার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই।”
আরও পড়ুন-