
উন্মুক্ত শিক্ষার অনলাইন পাঠশালা ‘মুক্তপাঠ’। সরকারি ব্যবস্থাপনায় বাংলা ভাষায় সর্ববৃহৎ ই-লার্নিং প্লাটফর্ম। www.muktopaath.gov.bd ওয়েব এড্রেস ভিজিট করে যে কেউ বিভিন্ন বিষয়ে বিনামূল্যের অসংখ্য কোর্স থেকে পছন্দের কোর্স করে নিজের দক্ষতা উন্নয়ন করতে পারছে সহজেই।
মুক্তপাঠে যুক্ত হয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ কোর্স ‘‘জনসাধারণের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক অনলাইন কোর্স’’। এই কোর্সে অংশগ্রহণ করে একজন অংশগ্রহণকারী মানসিক স্বাস্থ্য ও মানসিক রোগ সম্পর্কে সাধারণ ধারণা পাবার পাশাপাশি বিভিন্ন কুসংস্কার কাটিয়ে উঠতে পারবে। পাশাপাশি মানসিক সমস্যা নিয়ে বিভিন্ন সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটবে অংশগ্রহণকারীর।
কোর্সটিতে রয়েছে ৪৬টি পাঠ। ১০টি অধ্যায়ে বিভক্ত পূর্ণাঙ্গ ভিডিও কোর্সের দৈর্ঘ ১ ঘন্টা ২৮ মিনিট ৫৫ সেকেন্ড। প্রতিটি অধ্যায় পাঠের পর রয়েছে কুইজ পরীক্ষা। কোর্সটি সম্পন্ন করলে পাওয়া যাবে সার্টিফিকেট। এরজন্য অংশগ্রহণকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।
সম্পূর্ণ কোর্সটিতে ১ম থেকে ৮ম এবং ১০ম পাঠ উপস্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সিনিয়র অধ্যাপক, মানসিক রোগ, মাদকাসক্তি, যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মনের খবর সম্পাদক, অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
এই কোর্স থেকে শেখা যাবে, মানসিক স্বাস্থ্য ও মানসিক রোগ সম্পর্কীয় প্রাথমিক জ্ঞান, মানসিক চাপ (স্ট্রেস), ওসিডি, সিজোফ্রেনিয়া, বিষণ্নতা, প্যানিক ডিজঅর্ডার, ইনসোমনিয়া, পিটিএসডি, মাদকাসক্তি, আত্মহত্যার কারণ ও প্রতিকার সহ আরো অনেক কিছু।
এছাড়াও মুক্তপাঠে যখন খুশি যেখান থেকে ইচ্ছে শিখা যাবে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং, আত্মকর্মসংস্থান, ব্যক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ, সাংবাদিকতা, বৈদেশিক কর্মসংস্থান, সিভিক এডুকেশনসহ নানা বিষয়ে। দ্রুত রেজিস্ট্রেশন করুন আর শিখতে থাকুন। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে।
/এসএস/মনেরখবর/