দাম বাড়ছে মনের খবর মাসিক ম্যাগাজিনের

মনের খবর ডেস্ক : মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর গ্রাহক মূল্য বৃদ্ধি করা হয়েছে। ৫০ টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। জুলাই ২২’ সংখ্যা থেকে নতুন মূল্য কার্যকর করা হবে।

বিএসএমইউ মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক বিশিষ্ট সাইকিয়াট্রিস্টস ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব সম্পাদিত মনের খবর ডটকম (www.monerkhabor.com) দেশের প্রথম অনলাইন পোর্টাল হিসেবে ২০১৪ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে। এরপর ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে ‘মাসিক প্রিন্ট ম্যাগাজিন’ প্রকাশিত হয়ে আসছে। একই সাথে পূর্ণোদ্দমে চলছে অনলাইন প্রকাশনা।

লেখা ও ছাপার সরঞ্জামের মূল্যবৃদ্ধির কারণে প্রকাশনা খরচ বেড়ে যাওয়ায় প্রিন্ট ম্যাগাজিনের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তবে কষ্টসাধ্য হলেও খুব কম পরিমাণে বাড়ানো হয়েছে। ৫০ টাকা থেকে মাত্র ১০ টাকা বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে দৃষ্টিনন্দন এ ম্যাগাজিনটির নতুন মূল্য।Magazine site ads

দেশ জুড়ে মানসিক স্বাস্থ্য সেবা, মানসিক রোগ, শিশু-কিশোর মন, মাদকাসক্তি, যৌনস্বাস্থ্য, মন ও ক্রীড়া, অপরাধ ও আচরণ, জীবনাচরণ, কুসংস্কারসহ সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত ফিচার, বিশেষজ্ঞ মতামত প্রকাশের মাধ্যমে বিভিন্ন সমস্যা ও সমাধান তুলে ধরা হচ্ছে নিয়মিতভাবে।

চার কালারের ছাপা ও আর্ট পেপারের কভারে আচ্ছাদিত এ ম্যাগাজিন মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করছে। এতে নিয়মিত পাঠকের সমস্যার সমাধান তুলে ধরা হয়। পাঠক জিজ্ঞাসার বিশেষজ্ঞ মতামত প্রদান করা হয়। এতে দেশজুড়ে উপকৃত হচ্ছেন মানসিক স্বাস্থ্য সম্পর্কিত লেখক, পাঠক, রোগী ও ডাক্তারগণ।মনের খবর ম্যগাজিনে

এছাড়াও এতে মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি নিয়ে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সংস্থার সংবাদ, বিবৃতি ও মতামত প্রকাশ করা হয়।

মনের খবর অনলাইন বিভাগে নিয়মিত সংবাদ পাঠানো যাবে monerkhaboronline@gmail.com -এ। এছাড়া পাঠকের যেকোনো সমস্যা নিয়ে প্রশ্ন পাঠানো যাবে এই ঠিকায়। সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিচয় গোপন রেখে বিশেষজ্ঞ মতামত প্রকাশ করা হবে (www.monerkhabor.com) -এ। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন মনের খবর ফেসবুক পেজে।

আরও পড়ুন-

Previous articleবিশ্ব মাদক দিবস : মনের খবর টিভিতে বিশেষ লাইভ ওয়েবিনার
Next articleশারীরিক ও মানসিক স্বস্তির জন্য আরামদায়ক ঘুমের ৩টি টিপস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here