সিওমেক ‘গোপাল শংকর স্মৃতি পাঠাগারে’ মনের খবর বার্ষিক সংকলন হস্তান্তর

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ‘প্রফেসর ডা. গোপাল শংকর দে স্মৃতি পাঠাগারে’ মানসিক স্বাস্থ্যবিষয়ক মাসিক ম্যাগাজিন ‘মনের খবর’ এর বার্ষিক সংকলন হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়িাট্রিস্টস সিলেট (বাপসিল) শাখার সাধারণ সম্পদাক ডা. আর কে এস রয়েল এ সংকলন হস্তান্তর করেন। পাঠাগারের পক্ষে তা গ্রহণ করেন মনোরোগ বিভাগের অধ্যাপক ডা. সুস্মিতা রয়।

এর আগে মনের খবর সম্পাদক বিএপি সহসভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এর পক্ষ থেকে বিশেষ এ উপহার পাঠানো হয়।

সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েলে তা গ্রহণ করে আজ মঙ্গলবার স্বীয় বিভাগে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. সুস্মিতা রয়, সহকারী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মোঃ সাইদ ইনাম, সহকারী অধ্যাপক ডা. মোঃ মুবিনউদ্দিন প্রমুখ।

এছাড়াও এ সময় ইউ এস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. মোঃ আজিজুল ইসলাম নিজের রচিত কিছু বই পাঠাগারে হস্তান্তর করেন। এসময় রেসিডেন্সি কোর্সের চিকিৎসক, ট্রেইনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্টরা মনের খবর কর্তৃপক্ষ এবং প্রফেসর ডা.আজিজুল ইসলামের প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/এসএস/মনেরখবর/

Previous articleসচেতনতার অভাবে শিশু-কিশোররা যথাযথ সহানুভূতি পায় না
Next articleঅপরাধপ্রবনতা ও অনুশোচনা : হ্যারী হুডিনির মনস্তাত্ত্বিক যুদ্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here