MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

0
65
Mk4c Ads

সাম্প্রতিক সময়ে প্রযুক্তির উন্নতি এবং ইন্টারনেটের ব্যাপক প্রসার স্বাস্থ্যসেবা গ্রহণের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যুগের সাথে তাল মিলিয়ে মানসিক রোগ চিকিৎসাতেও প্রযুক্তির ব্যবহার লক্ষ করা যায় টেলিসাইকিয়াট্রি সেবার মাধ্যমে রোগীরা যেকোনো স্থান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা নিতে পারেন। এটা যেমন সময় সাশ্রয়ী তেমনি অর্থেরও সাশ্রয় হয়।

এ পদ্ধতিতে রোগী বিশেষজ্ঞদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। মানসিক সমস্যাকে আমাদের সমাজে এখনো একটা ট্যাবুর মতো দেখা হয়। যারা মানসিক সমস্যায় ভুগে থাকেন তাদের অনেকেই নিজেদের সমস্যার কথা সরাসরি প্রকাশ করতে লজ্জা বা সংকোচবোধ করেন। ফলে তাদের মানসিক রোগ দিন দিন বেড়েই চলে।

MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নিবেন

এক্ষেত্রে টেলিসাইকিয়াট্রি তাদের সহায়তা করতে পারে। এছাড়া ফিজিক্যালি যারা স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন না, কর্মজীবী, বৃদ্ধ অথবা প্রান্তিক এলাকায় বসবাস করেন তাদের জন্য অনলাইন মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ একটি আশীর্বাদস্বরূপ। টেলিসাইকিয়াট্রি সেবায় বড়ো সুবিধা হলো মানুষ নিজের গোপনীয়তা রক্ষা করে পছন্দমতো স্থানে বা নিজ ঘরে বসেই বিশেষজ্ঞের সাথে খোলাখুলি আলোচনা করতে পারেন।

কীভাবে টেলিসাইকিয়াট্রি সেবা নিবেন

অনলাইনে ট্রেলিসাইকিয়াট্রি সেবা গ্রহণের ক্ষেত্রে সর্বপ্রথম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে। যেহেতু সামনাসামনি সেশন নেয়া আর অনলাইনে সেশন নেয়ার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তাই দক্ষ চিকিৎসক না হলে সঠিক চিকিৎসা গ্রহণে ব্যাঘাত ঘটতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান বাছাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান টেলিসাইকিয়াট্রি সেবা প্রদান করছে। এর মধ্যে MK4C(মনের খবর ফর কেয়ার) অন্যতম।

মনের খবর

কীভাবে MK4C-তে টেলিসাইকিয়াট্রি সেবা নিতে পারবেন

MK4C একটি নির্ভরযোগ্য মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এখানে সারা বাংলাদেশের বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্টরা সেবা দিয়ে থাকেন।
MK4C-এর সেবাসমূহ:

  • সাইকিয়াট্রিস্ট
  • সাইকোথেরাপিস্ট
  • কার্ড সার্ভিস
  • ডিরেক্টরি (সারাদেশের সাইকিয়াট্রিস্টের তালিকা)

MK4C-তে সেবা নেয়ার জন্য নিচের পদ্ধতিটি অনুসরণ করুন-

MK4C-তে সেবা গ্রহণ করা বা ডাক্তারের
অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিম্নে দেয়া পদ্ধতিটি অনুসরণ করুন:

  • আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে MK4C-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.mk4c.com) প্রবেশ করুন।
  • আপনার পছন্দের সেবাটি নিতে নির্ধারিত অপশনে ক্লিক করুন। ডাক্তার বা সাইকোলজিস্ট বাছাই করুন।
  • অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার পছন্দের ডাক্তার বা সাইকোলজিস্টের পূর্ণাঙ্গ বৃত্তান্ত দেখতে পারবেন।
  • এবার Book now এ ক্লিক করুন।
  • আপনার নাম, বয়স, ফোন নাম্বার, ই-মেইল, লিঙ্গ এবং পাসওয়ার্ড দিয়ে শর্ত মেনে রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন অপশন আসবে। এরপর রেজিস্ট্রারকৃত ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য রিজন ফর ভিজিট, মেডিকেল হিস্ট্রি, পূর্বের কোনো রিপোর্ট থাকলে তা আপলোড করুন।
  • অ্যাপয়েন্টমেন্টের ডেইট দিন।
  • Take appointment এ ক্লিক করুন।
  • আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চান সে মাধ্যমটি বেছে নিন এবং পেমেন্টটি সম্পন্ন করুন।

Psychotherapy ads

পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর, MK4C প্রদত্ত নির্ধারিত সময়ে ওয়েবসাইটে ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসাসেবা নিতে পারবেন। চিকিৎসা সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রেসক্রিপশনটি চলে যাবে। আপনি চাইলে প্রেসক্রিপশনটি ডাউনলোড করে নিতে পারবেন।

আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের এপয়েন্টমেন্ট নিতে এখানে ক্লিক করুনঃ APPOINTMENT

আরও পড়ুন:

Previous articleকয়দিন ধরে লক্ষ্য করছি তার বিয়ের প্রতি আগ্রহ বাড়ছে
Next articleমাথায় সবসময় বিক্ষিপ্ত চিন্তা ঘুরতে থাকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here