মাস্ক পরা ও টিকাগ্রহণে বিএসএমইউ উপাচার্যের বিশেষ গুরুত্বারোপ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া মাস্ক পরা এবং কোভিড টিকাগ্রহণে বিশেষ গুরুত্বারোপ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বুধবার (৭ জুলাই) মনের খবর টিভির বিশেষ আয়োজন ‘সমসাময়িক স্বাস্থ্য কথা’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, গত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত কোনো করোনা রোগীকে আমাদের চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি। কিন্তু সম্প্রতি অনেক রোগী বেড়ে গেছে। ইতোমধ্যে ৭/৮জন রোগী মারা গেছে। আজকে ৩৯ জন রোগী ভর্তি আছে। গত ২৪ ঘন্টায় একজন রোগী মারা গেছে। তার আগের ২৪ ঘন্টায় পাঁচ জন মারা গেছে। যদিও সবার বয়স ৬০ এর ওপর। এর মধ্যে ৫০% আছে ভ্যাকসিন নেয়নি। যে ফিফটি পার্সেন্ট ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে আবার অর্ধেক আছে দ্বিতীয় ডোজ নেননি। আইসিইউতে যারা আছে তাদের অধিকাংশ ভ্যাকসিন নেননি। সুতরাং ভ্যাকসিন নেওয়ার প্রতি গুরত্ব দিতে হবে।

তিনি বলেন, সর্দি, কাশি, জ্বর হলে আমরা সতর্ক থাকবো। ঘরে থাকলেও মাস্ক পরিধান করবো। ঘরের লোকদের সতর্ক থাকতে হবে। কারণ, একজন আক্রান্ত হলে সারাঘরে যেন ছড়িয়ে না যায়। এজন্য বদ্ধ ঘরে থাকা যাবে না। এসি থাকলেও ঘরের জানালা খোলা রাখতে হবে।

এসময় তিনি রাজনীতিবিদ ও সামাজিক কর্মীদের প্রতিও তিনি মাস্ক পরিধানের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এছাড়াও কুরবানীর হাটে যাওয়া সকলকে মাস্ক পরিধানের জন্য বিশেষ আহ্বান জানান।

এসময় বাংলাদেশে চোখের স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে উল্লেখ্য করে বিএসএমএমইউ উপাচার্য বলেন, বাংলাদেশে এখন বিশ্বমানের চক্ষু চিকিৎসা করা হয়। যেমন কৃষকরা যখন ধান কাটে চোখে আঘাতের কারণে কর্ণিয়ায় সমস্যা হয়। সেজন্য আমরা চোখের চশমার ব্যবস্থা করেছি। ফ্যাকো সার্জারি করা হয়। কোনো প্রকার কাঁটাছেড়া করা লাগে না। অপারেশনের মাত্র ২ ঘন্টা পরেই রোগী বাড়ি যেতে পারে। সরকারি চক্ষু হাসপাতালে বিনামূলে বিভিন্ন রকম চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। যা বহির্বিশ্বের অনেরক দেশের থেকেও উন্নত।

ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন এর সহকারী অধ্যাপক ডা. কে এম বায়জিদ আমিন এর সঞ্চালনায় আজ বুধববার দুপুর ১২টায় অনুষ্ঠানটি মনের খবর টিভির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে চোখ ক্লিক করুন :

Previous articleপ্রেমে ব্যর্থ জসিমের শিকলবন্দি জীবন
Next articleদক্ষ খেলোয়াড়ের উচ্ছৃঙ্খল আচরণে বহিস্কার সমাধান নয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here