‘Management of Depression in Daily Practices’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জানুয়ারি, দুপুর ১.৩০ টায় চায়না কিচেন থাই এবং চাইনিজ রেষ্টুরেন্টে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাসিম জাহান। এছাড়াও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এ খান নোমান, হলি ফ্যামিলি হাসপাতালের রেজিষ্ট্রার ডা. এস এম মোনেম, বারডেমের মেডিকেল অফিসার ডা. হাসিবুল হক, শহীদ খালেক ইব্রাহীম জেনারেল হাসপাতালের ডা. চৌধুরী সৈকত ওসমান এবং সোনালী ব্যাংকের মেডিকেল অফিসার ডা. আজাহুর হক জাহিদ, ল্যাবএইড কলাবাগানের মেডিকেল অফিসার ডা. মুস্তাফিজুর রহমান, ডা. এ এস এম নাজমুল ইসলাম, আনোয়ার খান মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডা. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
মরটাজের সৌজন্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

