নবীন সাইকিয়াট্রিস্টদের সম্মাননা

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে পাশ করা ৪০ জন নবীন সাইকিয়াট্রিস্টদের ৬ জুন (মঙ্গলবার) ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস। স্বাগত বক্তব্য প্রদান করেন, ডা. মেখলা সরকার। এছাড়াও, বক্তব্য প্রদান করেন, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল; অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানী, অধ্যাপক ডা. শাহ্ আলম, অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ প্রমুখ।

এসময়, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে ‘লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি), ২০১৮ সাল থেকে মানসিক স্বাস্থ্যের অসাধারণ জগৎ-এ সদ্য যারা প্রবেশ করেন তাদের স্বাগত ও অভিবাধন জানাতে নবীন সাইকিয়াট্রিস্টদের বরণ করে নেওয়ার কার্যক্রম শুরু করে। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বৈজ্ঞানিক অংশীদার হিসেবে ছিলো বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মিডিয়া পার্টনার ছিলো ‘মনের খবর টিভি’।

অনলাইন ও অফলাইনে মানসিক স্বাস্থ্যসেবা পেতে ভিজিট করুন- www.mk4c.com এবং মনের খবর ম্যাগাজিনের প্রিন্ট পিডিএফ পেতে এখানে- ক্লিক করুন।

Previous articleলিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
Next articleহজ পালনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা একান্ত প্রয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here