অধ্যাপক গোপাল শংকর দে কোভিডে শহীদ হওয়া একমাত্র সাইকিয়াট্রিস্টস

ওসামানী মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.গোপাল শংকরদে কোভিডে শহীদ হওয়া একমাত্র সাইকিয়াট্রিস্টস অধ্যাপক ছিলেন।

ডা. গোপালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা একথা বলেন।

গতকাল সোমবার (২৭ জুন) বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস সিলেট শাখা (বাপসিল) ভার্চুয়ালন এ স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় অধ্যাপক ডা. গোপাল শংকরদে’র জীবনের নানা দিক নিয়ে স্মৃতি আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা.নাহিদ মাহজাবিন মোরশেদ, সাবেক চেয়ারম্যান এবং মনের খবরের সম্পাদক প্রফেসর ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ডা. বিধান চন্দ্র পোদ্দার, বাপসিল সভাপতি প্রফেসর ডা. গোপী কান্ত রয়, প্রখ্যাত মনো শিক্ষাবিদ এবং কথাসাহিত্যিক প্রফেসর ডা.মোহিত কামাল, বাংলাদেশ এসোসিয়েশান অফ সাইকিয়াট্রিস্টস এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম সুমন প্রমুখ।

এসময় অনেকেই তার সাথে ঘটা নানান সময়ের সুখস্মৃতি উল্লেখ করে আবেগাপ্লুত হন। অতিথিরা জানান, অনেকেই তার ছাত্র কিংবা সহকর্মী ছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এবং বাপসিল সাধারন সম্পাদক ডা. আর কে এস রয়েল এর সঞ্চালনায় এমডি সাইকিয়াট্রি ফেইজ বি এর চিকিৎসক ডা.তাসলিমা রহমান তার জীবনী উপস্থাপন করেন।

এছাড়াও এসময় ডা. গোপাল সহধর্মিণী ও কন্যা তার জীবনের দর্শন, আদর্শ আলোচনা করলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় বপসিল সম্পাদক ডা. আর কে এস রয়েল জানান, ওসমানী মেডিকেল কলেজে ডা. গোপাল শংকর দে’র নামে স্মৃতি লাইব্রেরি করা হয়েছে।

বক্তারা জানান, অধ্যাপক ডা. গোপাল শংকর দে কোভিডে শহীদ হওয়া একমাত্র সাইকিয়াট্রিস্টস প্রফেসর। এসময় তারা ডা. গোপালের আত্মার শান্তি কামনা করেন।

সিওমেক’র মানসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর দে কোভিডে আক্রান্ত হয়ে ২০২০ সালে ২৮ জুন মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের কার্যকরী কমিটির সদস্য ও প্রাক্তন সহ-সভাপতি ছিলেন।

/এসএস/মনেরখবর

Previous articleবর্ষায় ত্বকের যত্নে করণীয়
Next articleসহিংসতা ও নির্যাতনের শিকার হন বিবাহিত পুরুষরাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here