মনের খবর ডেস্ক : মনের খবর টিভিতে মানসিক স্বাস্থ্য ও দৈহিক স্বাস্থ্য আন্তঃসম্পর্ক বিষয়ক ধারাবাহিক আয়োজন ‘দেশ জুড়ে মনের খবর’ এবারের পর্বে থাকছে ‘‘সিলেটের বন্যা পরিস্থিতি, দূর্যোগ এবং দুর্ভোগ’’। সোমবার, (২০ জুন) রাত ১০ টায় মনের খবর টিভি ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে।
আজকের অনুষ্ঠানে বন্যা পরিস্থিতে দূর্যোগ ও দূর্ভোগ সহ চলমান বিপর্যস্ত পরিস্থিতি কাটিয়ে মানসিক স্বাস্থ্যের প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।
এবারের অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েল, সিলেট ডিস্ট্রিক্ট এন্ড ডিভিশনাল স্পোর্টস এসোসিয়েশন এর অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, অরেঞ্জ এসোসিয়েটস এর নাট্যকর্মী ও আবৃত্তি শিল্পী খালেদুল হাসান।
অনুষ্ঠান পরিচালনা করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর অধ্যাপক অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব। অনুষ্ঠানটি সরাসরি দেখতে চোখ রাখুন মনের খবর টিভির ফেসবুক পেজে। ক্লিক করুন।