লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে ‘লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে, ৬ জুন (মঙ্গলবার) বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে আয়োজিত ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে পাশ করা নবীন সাইকিয়াট্রিস্টদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁকে এ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস। স্বাগত বক্তব্য প্রদান করেন, ডা. মেখলা সরকার। এছাড়াও, বক্তব্য প্রদান করেন, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল; অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানী, অধ্যাপক ডা. শাহ্ আলম, অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ প্রমুখ।

উল্লেখ্য, অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) দশম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৬ জুলাই, ২০২০ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মহাপরিচালক পদে যোগদান করেন। তিনি ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চাকরি জীবনে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে সার্জারি বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। করোনা মহামারী চলাকালীন সময়ে দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দৃঢ়তার সাথে নেতৃত্ব দেন। অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ব্যক্তিগত ও পারিবারিক জীবনে একজন সফল মানুষ। অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর সকল সৃজনশীল কাজ এবং সুখী পারিবারিক জীবনের প্রধানতম অনুপ্রেরণা তাঁর সহধর্মিনী অধ্যাপক ডাঃ ফাতেমা রহমান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে গাইনী বিভাগে অধ্যাপনা করছেন। তালিকাভুক্ত রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে অধ্যাপক ডাঃ খুরশীদ আলম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন স্বনামধন্য শিল্পী। সঙ্গীত শ্রবণ, বৃক্ষ সমাচার ও চিত্র দর্শন তাঁর অন্যতম শখ।

অনলাইন ও অফলাইনে মানসিক স্বাস্থ্যসেবা পেতে ভিজিট করুন- www.mk4c.com এবং মনের খবর ম্যাগাজিনের প্রিন্ট পিডিএফ পেতে এখানে- ক্লিক করুন।

Previous articleসিওমেক থেকে সাইকিয়াট্রিতে সদ্য এমডি করা চিকিৎসকদের সংবর্ধনা
Next articleনবীন সাইকিয়াট্রিস্টদের সম্মাননা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here