সিলেটে এতিমখানায় বাপসিলের ‘রামাদান ফুড গিফট’

সিলেটে এতিমখানায় ‘রামাদান ফুড গিফট’ প্যাকেজে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখা (বাপসিল)।

বুধবার সিলেটের বাইশটিলায় আলী রা. ইসলামিক সেন্টার মাদরাসা ও এতিমখানা এবং কানাইঘাটের তালবাড়িস্থ জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া এতিমখানায় রমজান প্যাকেজের এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাপসিল নেতৃবৃন্দ এতিমখানা দুটির পরিচালক মাওলানা তোফায়েল আহমেদ ও মাওলানা শরীফ আহমদের হাতে ৫৫ হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রী (চাল, ডাল, সয়াবিন তেল, মুরগীর মাংস) হস্তান্তর করেন।

এতে অংশগ্রহণ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) এর মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ও ট্রেইনি চিকিৎসক ডা. মো. মাহমুদুর রহমান, ডা. মো. মিসবাহুর রহমান, ডা. মো. আজিজুল হাকিম বাপ্পা, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. শুভ্র তুষার সিংহ, ডা. মো. ইউসুফ আলীসহ এতিমখানার দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় চিকিৎসকরা এতিমদের সাথে একান্তে সময় কাটান এবং তাদের শারীরিক-মানসিক স্বাস্থ্য ও পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন।

‘রামাদান ফুড গিফট’ প্রোগ্রাম তত্ত্বাবধান করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর অফিসিও মেম্বার, বাপসিলের সাধারণ সম্পাদক ও সিওমেকের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডা. আরকেএস রয়েল। সার্বিক সহযোগিতায় ছিলেন বাপসিলের যুগ্ম সাধারণ সম্পাদক, সিওমেকের সহযোগী অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী ও বাপসিলের অর্গানাইজিং সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. পলাশ রায়।

Previous articleঅটিজম দিবসে খুলনা মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার ও র‌্যালি
Next articleমাথাব্যথা কোন কোন মানসিক রোগের সাথে সম্পর্ক?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here