বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের ফেইস–বি রেসিডেন্ট ডা. ইয়াকুব আলী সরদারের স্ত্রী ডা. ইফফাত মোকাররোমা ঐশী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডা. ইফফাত মোকাররোমা ঐশী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের রেসিডেন্ট ছিলো। তিনি Hepatic Encephalopathy with Expanded Dengue Syndrome with HELLP- তে আক্রান্ত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৪ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. ইয়াকুব আলী সরদারের স্ত্রী ডা. ইফফাত মোকাররোমা ঐশী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন । তাঁর এই অসুস্থতার জন্য কিছুদিন আগেই বাচ্চাটি গর্ভে মারা যায়।
এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস – এর সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও মনের খবর-এর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। মনের খবর পরিবারও এ গভীর শোকে শামিল হয়ে ডা. ইয়াকুব আলী সরদার ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
আরও পড়ুন-