গত ১৩ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিংগেল এক আলোচনা সভার আয়োজন করে। এবছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫-এর প্রতিপাদ্য বিষয় ছিল — “বিপর্যয় ও জরুরি অবস্থায় যেন মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যায়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ এবং ডা. সুব্রত মিস্ত্রি। সভায় সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিংগেলের প্রেসিডেন্ট নাহিদ ফরমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট মোসা. ফরিদা জসিম, ভাইস প্রেসিডেন্ট মারুফা জামান ও শামিন হায়দার, সেক্রেটারী রাইনানা আখন্দ ও ফাহমিদা আমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ, বিশিষ্ট চিকিৎসক ও অতিথিবৃন্দ। বক্তারা মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিপর্যয় ও জরুরি অবস্থায় মানুষের মানসিক স্থিতি রক্ষা এবং সেবা নিশ্চিত করা সময়ের দাবি।
তারা আরও বলেন, মানসিক রোগ নিয়ে সামাজিক কুসংস্কার ও লজ্জা কাটিয়ে সবাইকে সচেতন হতে হবে। সমাজের প্রতিটি স্তরে মানসিক স্বাস্থ্য নিয়ে ইতিবাচক আলোচনা শুরু করতে হবে।
ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিংগেল দীর্ঘদিন ধরে সমাজসেবা, নারী উন্নয়ন ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
আরও দেখুন-

