বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ইউএস-বাংলা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও বিএপির সাবেক সহসভাপতি ব্রি.জে. (অব:) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক, ডা. তারিকুল আলম। তিনি পূর্বের কমিটিরও সম্পাদক ছিলেন।
এছাড়াও সহসভাপতি হয়েছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, বর্তমান পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক, ডা. সুলতানা আলগীন।
জানা যায়, আগামী ২০ ডিসেম্বর এনআইএমএইচ ও রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দুই সেশনে বিএপির ৩০তম বার্ষিক সাধারণ সভা বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিএপি সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম সোমবার (৫ ডিসেম্বর) মনের খবরকে জানান, ২০ ডিসেম্বর এজিএমে (অ্যানুয়েল জেনারেল মিটিং) আনুষ্ঠানিক ঘোষণার পর ২১ ডিসেম্বর পূর্ণাঙ্গ নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
বিএপির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বাংলাদেশ অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) বাংলাদেশে মনোচিকিৎসকদের বৃহৎ একমাত্র মৌলিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের মানসিক স্বাস্থ্য সেবা নিরলস কাজ করছে।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ও স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী। তিনি একইসাথে সার্ক সাইকিয়াট্রি ফেডারেশন (এসপিএফ) এর ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
/এসএস/মনেরখবর/