বাকাম’র ১৫তম সম্মেলন : নানা আয়োজনের প্রথমদিন

0
76

নানা আয়োজনের মধ্যদিয়ে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথ’ (বাকাম) এর ১৫তম বার্ষিক সম্মেলনে প্রথমদিন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বি.জে অধ্যাপক ডা. এম কামরুল হাসানের প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বাকাম সভাপতি ও বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আনোয়ারা বেগম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম রব্বানী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক ও অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিএপি সম্পাদক ও এনআইএমইএচ এর সহযোগী অধ্যাপক, ডা. তারিকুল আলম।

আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান বাকামের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এস আই মল্লিক ও সাধারণ সম্পাদক ডা. নিয়াজ মোহাম্মদ খান। প্রথম দিনের অনুষ্ঠানে সাইন্টিফিক পার্টনার ছিল জেনারেল ফার্মাসিউক্যাল লিমিটেড।

সাংস্কৃতিক সন্ধায় সংগীত পরিবেশনা

ধারাবাহিকভাবে আলোচনা, কিনোট, প্রবন্ধ ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন যথাক্রমে, ডা. পবিত্র কুমার সরকার, অধ্যাপক ডা. ফারুক আলাম, অধ্যাপক ডা. সাহিদা চৌধুরী, বি.জে (অব) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. এম এ সালাম, অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মন্ডল, ডা. মো সেলিম চৌধুর, ডা. জেবুন্নাহার, ডা. মারিয়া জামান, ডা. লিউজা মোবাশশারা প্রমুখ।

অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ব্যাকামের নবনির্বাচিত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার জাহিদ উদ্দিন চৌধুরী।

এছাড়াও বিতর্ক প্রতিযোগীয় অংশগ্রহণ করেন, টিম সেরোটনিনে ডা. আনিকা বাশারাত, ডা. সাদিয়া আফরিন শম্পা, ডা. মো শাখাওয়াত হোসাইন ও টিম ডোপামিনে ডা. অনন্যা কর, ডা. তৌহিদা ফেরদৌসি, ডা. সুমাইয়া বিনতে জলিল।

বাকামের ট্রেজারার ডা. সিফাত-ই সাঈদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মন্ডল, অধ্যাপক ডা. ফারুক আলম, বি.জে অধ্যাপক ডা. এম কামরুল হাসান, অধ্যাপক ডা. সাহিদা চৌধুরী,  বিএপির সহসভাপতি বি.জে (অব) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব ও এনআইএমএইচ এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রথমদিন অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক সন্ধা’

সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে পুরস্কার বিজয়ী হন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. ফাহাদ বিন আলাউদ্দিন, ডা. অমিত কুমার সরকার, ডা. আফসানা বিনতে আনোয়ার, ডা. আমির হোসাইন, ডা. সাঈদা মাহমুদা সিদ্দিকা, ডা. জেবুন্নাহার, আব্দুল হামিদ।

/এসএস/মনেরখবর/

Previous article‘দীর্ঘদিনের অসুস্থতায় মানসিক সমস্যা : করণীয় জানতে চাই’
Next articleব্যাকাম’র ২০২২-২৩ সেশনে সভাপতি-সম্পাদক হলেন হেলাল-নিয়াজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here