বাইপোলার মুড ডিজঅর্ডার : বিষণ্ণতা ও উৎফুল্লতাজনিত রোগ

0
102

বাইপোালার মুড ডিজ অর্ডার একটি আবেগজনিত মানসিক সমস্যা। অতিরিক্তি উৎফুল্লতা এবং বিষণ্নতা এ রোগের দুইটা দিক। হঠাৎ হঠাৎ এরকম বিপরীতমুখী আচরণ বাইপোলার মুড ডিজঅর্ডার রোগের লক্ষণ।

বাইপোলার অর্থ হচ্ছে দুটি পোল বা মেরু। এক মেরুতে থাকে বিষণ্নতা বা ডিপ্রেশন, যেখানে আবেগের প্রকাশ কম, কোনো কিছুই ভালো লাগে না, দুঃখবোধ হয়। অন্য মেরুতে থাকে অতি উৎফুল্লতা বা ম্যানিয়া। যেখানে আবেগের প্রকাশ বেশি। রোগীর মাঝে কখনো ম্যানিয়া আবার কখনো বিষণ্নতা দেখা যায় তীব্র আকারে। বিপরীতমুখী এই অবস্থাকেই বাইপোলার মুড ডিজঅর্ডার বলা হয়।

মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘সাইকোসিস নিউরোসিস’ এর ৪০তম পর্বে বিশেষজ্ঞ আলোচকদের আলোচনায় এসব কথা উঠে এসেছে।

শনিবার (২৭ আগস্ট) রাত ৮টায় মনের খবর টিভির ফেসবকু পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়।

রেনাটা লিমিটেড’ নিবেদিত মানসিক স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক আয়োজনের এ পর্বে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মনোরোগো বিশেষজ্ঞ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক অধ্যাপক ডা. এ এইচ এম মুস্তাফিজুর রহমান, পাবনা মানসিক হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. এ. কে. এম শফিউল আযম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাইকোলজিস্ট আফসানা রহমান লিওনি।

আলোচনায় বক্তারা বলেন, সঠিক সময়ে রোগটি শনাক্ত করার পর মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে ওষুধ সেবন করলে বাইপোলার ডিজঅর্ডারের ব্যক্তি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। বাইপোলার রোগীদের মাদকে আসক্ত হওয়াসহ ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে সম্পদ বিনষ্টসহ আত্মহত্যা বা অপরকে হত্যার মতো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এরজন্য কখনো কখনো হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করার প্রয়োজন হতে পারে।

সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন :

এছাড়াও দৈনন্দিন জীবনের সুস্থতার নানাদিক জানতে চোখ রাখুন মনের খবর টিভি’র ফেসবুক পেজ। স্বাস্থ্যবিষয়ক যেকোনো প্রয়োজনে নিজের সমস্যা লিখে মেসেজ করুন ইনবক্সে অথবা সরাসরি পরামর্শ পেতে কমেন্ট করুন অনুষ্ঠান চলাকালীন সময়ে। যেকোনো বিষয়ে প্রশ্ন করতে সরাসরি কল করতে পারেন  01844618482 এই নাম্বারে।

/এসএস/মনেরখবর

Previous articleশুধু কম কথা বলা অটিজম নয়, লক্ষণমাত্র : অধ্যাপক ডা. গোপেন কুমার
Next articleসিলেটে ‘ওসিডি’র প্রাদুর্ভাব শীর্ষক গবেষণা : ডাটা কালেকশন সম্পন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here