বিএসএমএমইউ সাইকিয়াট্রি বিভাগের ডা. আব্দুল্লাহ শিবলী মারা গেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মনোরোগবিদ্যা বিভাগের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ শিবলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) মধ্যরাতে রাজধানীর রিং রোডের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

ডা. শিবলীর স্ত্রীর বরাতে মনের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন সহকর্মী ডা. আক্তার লিটন।

ডা. আক্তার লিটন জানিয়েছেন, বুধবার (১৭ আগস্ট) বাদ জোহর রিং রোডস্থ মরহুমের বাসার পাশে স্থানীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রায়ের বাজারস্থ শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন হবে বলেও তিনি জানিয়েছেন।

ডা. আব্দুল্লাহ ২০০৩ সালে বিএসএমএমইউতে যোগদান করেন। সর্বশেষ তিনি সাইকিয়াট্রি বিভাগের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। মাঝখানে কিছুদিন অসুস্থতাজনিত কারণে কর্মস্থল থেকে ছুটিতে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

/এসএস

Previous articleসহিংসতা বা দুর্ঘটনায় শিশু-কিশোরদের ওপর প্রভাব এবং প্রতিকারে করণীয়
Next articleবয়স্কদের ওপর মাদকাসক্তির প্রভাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here