রাজধানীর কড়াইলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) এর বর্ধিত বহির্বিভাগ উদ্বোধন করা হয়েছে।
এসময় কড়াইল বস্তি এলাকার সুবিধা বঞ্চিতদের মানসিক রোগের চিকিৎসা প্রদান, রোগ নির্ণয় ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি ও সোশাল সাইকিয়াট্রি বিভাগের একটি টিম চিকিৎসাসেবা দেয়।
আজ বুধবার (১০ আগস্ট) এনআইএমএইচ এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাতীয় শোক দিবসে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সহযোগী ছিল ডি এস কে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এনআইএমএইচ এর পরিচালক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার, সহযোগী অধ্যাপক ডা মো তারিকুল আলম, কমিউনিটি ও সোশাল সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা ফারজানা রহমান ও ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা দিবালোক সিংহ।
এসময় আরো উপস্থিত ছিলেন এনআইএমএইচ এর রেজিস্ট্রার ডা মাহবুব হাসান, সাইকিয়াট্রিক সোশাল ওয়ার্কার জামাল হোসেন, নার্স হ্যাপি, ব্রাদার বহলুল ও ফার্মাসিস্ট মো আরিফ ।
উল্লেখ্য, রাজধানীর কড়াইল বস্তি এলাকায় নির্মিত এই বহির্বিভাগে বস্তির সুবিধা বঞ্চিতদের মানসিক রোগের নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হবে।