সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোপল শংকর দে স্মৃতি স্মরণে ‘প্রফেসর ডা. গোপাল শংকর দে স্মৃতি পাঠাগার’র উদ্বোধন হয়েছে।
বুধবার (২৯ জুন) এ উপলক্ষ্যে সিওমেক এর মনোরোগবিদ্যা বিভাগ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ ময়নুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিওমেক পরিচালক ব্রি.জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, বাপসিল সভাপতি অধ্যাপক ডা. গোপী কান্ত রায়, সিওমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আরকেএস রয়েল।
অতিথিরা যৌথভাবে ‘প্রফেসর ডা. গোপাল শংকর দে স্মৃতি পাঠাগার’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ডা. গোপাল শংকর দে’র কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। অফলাইন লাইব্রেরির পাশাপাশি এসময় ই-লাইব্রেরিও উদ্বোধন করা হয়।
সিওমেক এর রেসিডেন্সি কোর্সের চিকিৎসক সিআরও ডা. মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ডা. মেহেরাজ শারমিন- প্রফেসর ডা. গোপাল শংকর দে’র জীবনকর্ম উপস্থাপন করেন। এছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে স্মৃতিচারন করেন সহকারী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী।
/এসএস/মনেরখবর/