অগ্নিকাণ্ড দেখে ছোটভাই ভীতসন্ত্রস্ত এবং চুপচাপ হয়ে গেছে

প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

চিঠি পাঠাতে পারেন পেজের ইনবক্সে অথবা মেইল monerkhaboronline@gmail.com -ঠিকানায়। আমাদের আজকের চিঠি পাঠিয়েছেন- শারমিন (ছদ্মনাম)।

[প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে]

আমি শারমিন। সম্প্রতি আমাদের এখানের অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ব্যপক ক্ষতিগ্রস্ত হই। ঘটনাস্থলের কাছেই আমরা থাকি। ওই ঘটনার বিস্ফোরণ দাবানলের ঘটনা দেখার পর থেকে আমার ছোটভাই অস্বাভাবিক আচরণ করছে। ওর বয়স ৯ বছর। ইদানিং প্রায় সময় ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। দিনের বেলায়ও অনেকটা গোমরা হয়ে থাকে। আগের মতো খুব একটা কথা বলে না। আগুন দেখলে বা আগুন শব্দ শুনলেও মনে হয় ভয় পায়। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। এ অবস্থায় কী করতে পারি?

শারমিন
সীতাকুণ্ড, চট্টগ্রাম

পরামর্শ : ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার যেহেতু ভাই ছোট। দূর থেকে আপনি কিছু করবেন বা আপনারা কিছু করবেন সেটা ঠিক হবে না। পরামর্শ নিয়ে না করাই ভালো। বনং সরাসরি কোনো একটা মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করার দরকার। কারণ এই এক্সটেনশন অন্য কোনো সমস্যার সাথে যুক্ত কিনা। তার আগে থেকেই কোনো সমস্যা ছিলো না। বায়োলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখতে হবে। পাশাপাশি সাইকোথেরাপি দেয়া যেতে পারে। আপাতত prolert-20mg সকালে একটা করে নাস্তার পর খাওয়াতে পারেন। এখন যেহেতু সে চুপচাপ হয়েছে বিষয়টা আমলে নেয়া উচিত। যদি সম্ভব হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ বা কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। ভালো থাকবেন।

উত্তর দিয়েছেন,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব- সম্পাদক, মনের খবর
অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

এই বিভাগের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন : দিনের চিঠি

/এসএস

Previous article‘দেশ জুড়ে মনের খবর’ : সিলেটের বন্যা পরিস্থিতি, দূর্যোগ ও দূর্ভোগ
Next articleমৃত্যু কী? শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক মৃত্যু : বৈজ্ঞানিক ব্যাখ্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here