মনের খবর টিভির ‘রেনাটা লিমিটেড’ নিবেদিত মানসিক স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক আয়োজন ‘সাইকোসিস নিউরোসিস’ এর ৩৫তম পর্বে ‘বিশ্ব অটিস্টিক প্রাইড দিবস’ উপলক্ষে অটিজম নিয়ে আলোচনা অনুষ্ঠান গতকাল শনিবার (১৮ জুন) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ১০ টায় মনের খবর টিভির ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান সম্প্রচার হয়। এ পর্বের অতিথি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্টার ও কনসালটেন্ট শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. টুম্পা ইন্দ্রাণী ঘোষ এবং সহকারী রেজিস্ট্রার, শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাদিয়া আফরিন
‘এনক্সিল (ক্লোনাজেপাম ইউএসপি) এবং স্পেরিড (রিস্পেরিডোন ইউএসপি) এবং এসসিলেক্স (এসসিটালোপ্রাম অক্সালেট ইউএসপি)’ এর সৌজন্যে অনুষ্ঠিত এ পর্বটি সঞ্চালনা করেছেন সাইকোলজিস্ট আফসানা রাহমান লিওনি।
অটিজম হলো মস্তিস্কের বিকাশজনিত একটা সমস্যা। এটার দুটো দিক রয়েছে। সামাজিক যোগাযোগ এবং সামাজিক দক্ষতা। বিশেষজ্ঞ অতিথিদের আলোচনায় বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন।
/এসএস