দেশের প্রখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ডা. রেজওয়ানা কাদেরীর অকাল প্রয়াণে শোক সভার আয়োজন করা হয়েছে। আজ ১৬ জানুয়ারী (রবিবার), রাত ১০ টায় ভার্চুয়াল এ শোক সভার আয়োজন করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস (বিএপি)।
শোকসভায় উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানি, অধ্যাপক ডা. মোঃ ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. এম এ সালাম, অধ্যাপক ডা. শাহ আলম, অধ্যাপক ডা. মো. আহসানুল হাবীব, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, অধ্যাপক ডা. মোহিত কামাল, ব্রিগেডিয়ার জেনারেল. (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়, অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ডা. হাফিজুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা. এস. আব্দুল্লাহ আল-ফারুক, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, ডা. শোয়েব চৌধুরী, ডা. মো. তারিকুল আলম সুমনসহ দেশের বিভিন্ন প্রান্তের মনোরোগ বিশেষজ্ঞগণ। শোক সভাটি সঞ্চালনা করবেন অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব।
উল্লেখ্য, গত শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পেশাগত জীবনে ঢাকা মেডিকেল কলেজে শিক্ষকতার পাশাপাশী বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর আজীবন সদস্য ছিলেন ডা. রেজওয়ানা কাদেরী।
বিএপি’র সদস্যগণ ভার্চুয়াল এই শোক সভায় জুম https://us02web.zoom.us/j/6810004667… লিংকে প্রবেশ করে ID: 681 000 4667, Pass: BAP অংশগ্রহণ করতে পারবেন।
মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মনের খবর টিভি।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে