রাবির রোকেয়া হলে করা হবে মানসিক স্বাস্থ্য কর্নার

0
9

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলে মানসিক স্বাস্থ্য কর্নার করা হবে। গত বুধবার (১২ জানুয়ারি) দুপুরে এক আলাপকালে এ তথ্য জানায় হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জয়ন্তী রানী বসাক।

হল প্রাধ্যক্ষ বলেন, বর্তমানে অধিকাংশ নারী শিক্ষার্র্থীরা প্রায়ই বিষাদগ্রস্থ থাকে। নানান বিষয়ে তারা হতাশায় ভোগে। হলে প্রায়ই এমনটি লক্ষ্য করা যায়। আমরা তাদের অনেককে আমাদের সাধ্যমত নির্দেশনা সেবা প্রদান করি। মেয়েরা অনেকে বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে ইতস্ত বোধ করে। এসব দিক বিবেচনায় আমরা হলেই মানসিক স্বাস্থ্য কর্নার করার পরিকল্পনা হাতে নিয়েছি। সে কর্নারে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

ড. জয়ন্তী রানী বসাক আরও বলেন, মানসিক স্বাস্থ্য কর্নারের পাশাপাশি হলে বঙ্গবন্ধু কর্নারও করা হবে। এছাড়া হলের লাইব্রেরীকে আরও সমৃদ্ধ করতে চাই। পাশাপাশি গর্ভবতী শিক্ষার্থীদের জন্য হলের এক ব্লকের কিছু রুম বরাদ্দ দেওয়াসহ তাদের ভালো গাইনী চিকিৎসক দ্বারা সপ্তাহে একবার করে চেক আপ করার পরিকল্পনাও হাতে নিয়েছি।

সুত্রঃ অনলাইন

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleসবাই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবে
Next articleপ্যন্ডেমিকে বেড়ে গেছে প্যানিক ডিজঅর্ডার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here