কোভিড পরিস্থিতিতে বাংলাদেশে ৭০% আত্মহত্যার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. মহসীন আলী শাহ। ১৪ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগা’র বলরুমে বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম) এর ১৪ তম বার্ষিক কনফারেন্সের প্লেনারী সেশনের ‘কোভিড পরিস্থিতিতে কিশোর ও তরুণদের আত্মহত্যা ঝুকির কারণ’ শীর্ষক এক প্রেজেন্টেশনে তিনি এ কথা বলেন।
প্রেজেন্টেশনে তিনি আরো বলেন, ২০২১ সালের এক গবেষণার তথ্য মতে কোভিডে ৮৪৬২ জন লোকের মৃত্যু হলেও আত্মহত্যায় ১৪৪৩৬ জন লোক মারা গিয়েছে। বাংলাদেশে যা খুবই অসন্তোষজনক। আত্মহত্যা রুখতে পরিবারসহ সবাইকে এগিয়ে আসতে হবে। আত্মহত্যার পিছনের কারণগুলোও তুলে ধরেন তিনি ।
প্রেজেন্টেশন শেষে তার হাতে ক্রেষ্ট তুলে দেন মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের পরিচালক অদ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে