[vc_row][vc_column][vc_message message_box_style=”solid” style=”square” message_box_color=”black” css=”.vc_custom_1609223553918{border-radius: 35px !important;}”]আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা,দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আমাদের আজকের প্রশ্ন পাঠিয়েছেন – মো. তুহিন (ছদ্মনাম)-[/vc_message][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_message message_box_style=”solid” style=”square” message_box_color=”sky” icon_fontawesome=”fas fa-question” css=”.vc_custom_1609223575357{border-radius: 35px !important;}”]আমার বয়স ২৪। বর্তমানে আমার প্রধান সাইকোলজিক্যাল সমস্যা হল, অতি সামান্য ব্যাপারে টেনশন করি। লোকজন আমার সমালোচনা করলে অতিরিক্ত চিন্তিত হয়ে যাই। চিন্তার চাপ চেহারায় ফুটে উঠে। আমার এই সমস্যা দূর করতে কি করতে হবে? দয়া করে যদি কোন মেডিসিন লিখে দেন তাহলে উপকৃত হব।[/vc_message][vc_message style=”square” message_box_color=”white” icon_fontawesome=”fas fa-envelope-open-text” css=”.vc_custom_1609223620487{border-radius: 35px !important;}”]
যেকোনো বিষয় নিয়ে চিন্তা আসাটা কিন্তু অস্বাভাবিক নয়। কোনো কাজ করতে গেলে চিন্তা আসবে, সেটা নিয়ে ভাবতে হবে। ধীরে ধীরে সিদ্ধান্ত নিতে হবে এটাই স্বাভাবিক। তুমি লিখেছো- ‘লোকজন তোমার সমালোচনা করলে অতিরিক্ত চিন্তা হয়’। দেখো, কেউ সমালোচনা করলে সেটা নিয়ে ভাবতে হবে, চিন্তা তো আসবেই। তা’না হলে আমারা যে মানুষ বা সত্যিকারের রক্ত মাংসের মানুষ সেটা কিভাবে বোঝা যাবে। ধরো তোমার কোনো একটা বিষয়ে কেউ সমালোচনা করলো আর তুমি বিষয়টাকে পাত্তাই দিলানা, সেটা নিশ্চয়ই ভালো কিছু হবেনা। তুমি ঠিক কি বেঠিক সেটা বিষয় না। অন্যের মতামত তোমাকে শুনতে হবে এটাই স্বাভাবিক। তবে সে চিন্তা যদি প্রতিদিনের কাজে বা তোমার কাজে কোনো ব্যাঘাত ঘটায় তবেই কেবলমাত্র সেটা সমাধানের চেষ্টা করা উচিত।
প্রথমেই ওষুধের কথা না ভেবে, প্রথমে দেখো বিষয়টাকে তোমার নিজের যুক্তি দিয়ে ঠিক করতে পারো কিনা। ব্যাপারটা এমন যে, মানুষ আমার সমালোচনা করতেই পারে। আমি ঠিক কিনা সেটা যাচাই করে দেখতে হবে। ঠিক হলে নিজেকে শান্তা বা স্থির রাখতে হবে। আর যদি তুমি ঠিক না হও তবে যে সমালোচনা করছে তার কাছ থেকে অথবা অন্যের কাছ থেকে সমালোচনার কারন বা পরিবর্তনের বিষয়ে আলাপ করে নিতে পারো। তুমি যদি ঐ লোকটির সাথে আলাপ না করতে চাও তবে তোমার পছন্দের কারো সাথে আলাপ করতে পারো। সকাল বিকাল কিছু ব্যায়াম বা মেডিটেশন করতে পারো। সেই সাথে, হাঁপানি না থাকলে টেবলেট ইনডেভার ১০ মিগ্রা, সকালে আর রাতে খেতে পারো। আমার মনে হয় সমালোচনাকে সহজ ভাবে নিয়ে সেটা সমাধান করাটাই তোমার প্রথম চেষ্টা হওয়া উচিত। ধন্যবাদ তোমাকে।[/vc_message][/vc_column][/vc_row][vc_row css=”.vc_custom_1607398743889{padding-top: 30px !important;padding-right: 0px !important;padding-left: 0px !important;background-color: #ffffff !important;border-radius: 35px !important;}”][vc_column width=”1/4″ css=”.vc_custom_1604948985564{margin-right: 0px !important;padding-right: 0px !important;border-radius: 20px !important;}”][vc_single_image image=”31432″ img_size=”full” alignment=”right” css=”.vc_custom_1604948786892{border-radius: 20px !important;}”][/vc_column][vc_column width=”3/4″][vc_column_text]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।[/vc_column_text][/vc_column][/vc_row]