বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ Bangladesh Association for Child and Adolescent Mental Health (BACAMH) এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা ও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে এবারের বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ নভেম্বর অনুষ্ঠিত কনফারেন্স ও বার্ষিক সাধারণ সভায় দেশ বিদেশের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
BACAMH এর বিদায়ী কমিটির জেনারেল সেক্রেটারী জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে দিনের কার্যসুচি শুরু হয়। এরপর চারটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সায়েন্টিফিক সেমিনারে Keynote Presenter সেশনে A Strategic Approach to Reducing Risks and Promoting Resilience: Singapore as an Example শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন The International Association for Child and Adolescent Psychiatry and Allied Professions’ (IACAPAP) এর প্রেসিডেন্ট ডা. ড্যানিয়েল ফুং। এই সেশনে চেয়ারপার্সন হিসেবে ছিলেন BACAMH এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এম এস আই মল্লিক এবং মডারেটর ছিলেন ডা. সুমাইয়া বিনতে জলিল।
Plenary Session-এ Psychological Impact of Covid-19 in Children and Adolescent শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন Brampton Civic Hospital, Brampton, Ontario এর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট ডা. মুরাদ বখত এবং Child and Adolescent Mental Health in Bangladesh: Present and Future শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন BACAMH এর বিদায়ী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারুক আলম। এই সেশনে চেয়ারপার্সন হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মনোরোগবিদ্যা বিভাগ এর অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার এবং মডারেটর ছিলেন ডা. মুনিম রেজা।
Syed Kamal Uddin Ahmed Oration সেশনে Prioritising Issues of Care and Protection During Covid 19 for Children In Difficult Circumstances শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের নিমহ্যানস এর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি সাইকিয়াট্রিস্ট অধ্যাপক ডা. শেখর শেষাদ্রি। এই সেশনে মডারেটর ছিলেন ডা. আশা হোসেন।
Oral Presentation সেশনে Changes of prevalence of predictive psychiatric disorders among children and adolescents during the lockdown due to Covid-19 pandemic in Bangladesh শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. চির ইসলাম এবং Efficacy of combined SSRI with ERP therapy in adolescent OCD শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ। এই সেশনে চেয়ারপার্সন হিসেবে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার এবং মডারেটর ছিলেন ডা. অনন্যা কর।
এরপর সায়েন্টিফিক সেশনের সমাপনী পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়। BACAMH এর বিদায়ী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারুক আলম এর সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট এর বর্তমান পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার, BACAMH এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মনোরোগবিদ্যা বিভাগ এর অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, বিএপি এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম।
আলোচনা পর্বে ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখেন BACAMH এর বিদায়ী কমিটির প্রেসিডেন্ট (ইলেক্ট) অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিফাত ই সাইদ।
সায়েন্টিফিক সেশনের সমাপনী পর্বের আলোচনা শেষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভার শেষ অংশে BACAMH এর কার্যকরী কমিটি (২০২০-২০২১) ঘোষণা করা হয়। সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH) কার্যকরী কমিটি (২০২০-২০২১)
প্রেসিডেন্ট: অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ
প্রেসিডেন্ট (ইলেক্ট): ডা. হেলাল উদ্দিন আহমেদ
সেক্রেটারী: ডা. নিয়াজ মোহাম্মদ খান
ট্রেজারার: ডা. সিফাত ই সাইদ
জয়েন সেক্রেটারী: ডা. সুলতানা আলগিন এবং মো. জহির উদ্দিন
একাডেমিক সেক্রেটারী: ডা. মো. সালেহ্ উদ্দিন
কাউন্সিলর:
অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার
ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার
ডা. হাফিজুর রহমান চৌধুরী
ডা. গোপেন কুমার কুন্ডু
ডা. শাহানা পারভীন
ডা. পলাশ রায়
ডা. কবির মো. ফরিদুজ্জামান
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে