“সবার জন্য মানসিক স্বাস্থ্যঃ অধিক বিনিয়োগ -অবাধ সুযোগ” প্রতিপাদ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ (১০ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মানসিক রোগ বিভাগ এর উদ্যোগে “বিশেষ চিকিৎসা সেবা” কর্মসূচি পালিত হয়।
বিশেষ চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এর অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, হাসপাতাল এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, মানসিক রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, মানসিক রোগ বিভাগের রেজিষ্ট্রার ডা. রাইসুল ইসলাম সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ চিকিৎসা সেবা কর্মসূচির সায়েন্টেফিক পার্টনার হিসেবে ছিল জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে