নভেল করোনাভাইরাসের দিনগুলোতে বিভিন্ন দেশে চলমান লকডাউন এবং বিধিনিষেধ বন্ধুত্বের সম্পর্কে প্রভাব ফেলছে বলে একটি প্রবন্ধে জানিয়েছেন ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী রবিন ডানবার।
রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত পেপারে তিনি লিখেছেন, বিনিয়োগের সঠিক মাত্রার অভাবে মাত্র তিন মাসের মধ্যেই ভেঙে যেতে পারে বন্ধুত্ব।
সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে রোগশোকের দিনগুলোতে মানুষ কীভাবে মানুষকে মনে রাখছে, সম্পর্ক ঠিক রাখছে-এসব জানার চেষ্টা করেছেন ডানবার। তিনি বলছেন, যদি ভাবেন এই সময়ে শুধু জুম মিটিং এবং হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে বন্ধুত্ব টিকে থাকবে, তাহলে ভুল করছেন।
বিখ্যাত এই মনোবিজ্ঞানী মনে করেন, শক্তিশালী সামাজিক বন্ধন তখন হয় যখন আপনি প্রতিদ্বন্দ্বী এবং শত্রুদের থেকে বন্ধুত্বকে রক্ষার চেষ্টা করেন। এমন বন্ধুত্ব তৈরি করতে হলে ধারাবাহিক যত্ন নিতে হয় সম্পর্কের।
‘বন্ধুত্বের যত্ন মানে বিপদে-আপদে পাশে থাকা। সময় দেয়া। যেটা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হয় না।’
ফ্রান্সের একটি গবেষণায় সম্প্রতি দেখা গেছে, এখনকার দিনে মানুষ পরিবারের সঙ্গে বেশি কথা বললেও বন্ধুর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছেন। কখনো বা সেটি শূন্যের কোঠায় নেমে যাচ্ছে!
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন