করোনা পরিস্থিতিতে সদস্য দেশগুলির মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধিতে “Healthier populations webinar series” শীর্ষক ওয়েবিনার (অনলাইন সেমিনার) আয়োজন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয় অঞ্চল (সিয়ারো)।
আগামীকাল ১১ জুন থেকে শুরু হওয়া এই ওয়েবিনার ৩০ জুলাই পর্যন্ত চলবে। সপ্তাহের প্রতি বৃহ:বার বাংলাদেশ সময় দুপুর ১.৩০ থেকে ২.৩০ পর্যন্ত ৮ টি ভিন্ন ভিন্ন বিষয়ে ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ফ্রী রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ এই ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারবেন।
আগামীকাল ১১ জুন (বৃহ:বার) বাংলাদেশ সময় দুপুর ১.৩০ থেকে ২.৩০ পর্যন্ত “Healthier populations webinar series” এর প্রথম পর্বে “Suicide Prevention in the context of COVID-19” বিষয়ে ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
আগামীকাল এর “Suicide Prevention in the context of COVID-19” বিষয়ক ওয়েবিনারে অংশগ্রহণের জন্য ফ্রী রেজিস্ট্রেশন করতে এখানে দেখুন।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন