করোনা পরিস্থিতিতে কাঁপছে গোটা বিশ্ব। ঘরবন্দী মানুষেরা নানাভাবে তাদের সময় পার করলেও সবচেয়ে বেশি অস্বস্তিতে ভুগছে শিশুরা। তাদের একঘেয়েমী কাটাতে বাবা মায়ের চিন্তারও শেষ নেই। কিভাবে বাচ্চাদেরকে একটু বেশি আনন্দে রাখা যায় সে বিষয়ে অন্য বাবা-মাকে আইডিয়া দেওয়ার জন্য ঘরবন্দী দিনে সন্তানদের সৃজনশীল কাজের ছবি চেয়ে মনের খবর ফেসবুক গ্রুপে একটি পোস্ট করেন ডা. সাদিয়া আফরিন।
মুর্হূতেই তার সেই পোস্টটি গ্রুপের সদস্যদের মধ্যে বেশ সাড়া ফেলে। অনেকেই তাদের বাচ্চার কর্মকান্ডের ছবি ও ভিডিও কমেন্টে বক্সে পোস্ট করেন। যা সন্তানের একঘেয়েমী কাটাতে অন্যান্য বাবা মায়ের মধ্যেও বেশ সাড়া ফেলে।
পরবর্তী সময়ে বাচ্চাদের কর্মকান্ডের ছবি ও ভিডিও নিয়ে একটি কোলাজ ভিডিও তৈরি করে আবার মনের খবর ফেসবুক গ্রুপে পোস্ট করেন গ্রুপের মডারেটর ডা. সাদিয়া আফরিন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।