মুজিববর্ষ উপলক্ষে শিশুদের মানসিক সমস্যায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ রাগীব-রাবেয়া মেডিক্যালে

0
19
মুজিববর্ষ উপলক্ষে শিশুদের মানসিক সমস্যায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ রাগীব-রাবেয়া মেডিক্যালে
মুজিববর্ষ উপলক্ষে শিশুদের মানসিক সমস্যায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ রাগীব-রাবেয়া মেডিক্যালে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অংশ হিসেবে শিশুদের মানসিক সমস্যায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগ।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় হাসপাতালের বর্হিবিভাগে আগত রোগী, রোগীর অভিভাবকবৃন্দের মাঝে সঠিক অভিভাবকত্বের কৌশল (গুড প্যারেন্টিং) শিশুদের বিভিন্ন মানসিক রোগের লক্ষণ, প্রতিকার এবং করণীয় সম্পর্কিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন। এ সময় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ, মানসিক রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুস্মিতা রায়, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল ইসলামসহ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

Previous articleকরোনা ভাইরাস: শিশুদের মানসিক চাপ মুক্ত রাখতে কী করবেন
Next articleতরুণদের ইন্টারনেট আসক্তি বিষয়ে গবেষণা জরিপ করবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here