সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা এর মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে ‘SCHIZOPHRENIA MANAGEMENT: RECENT UPDATE’ র্শীষক সিএমই (Continuing medical education) অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি (বৃহ:বার) অনুষ্ঠিত সিএমই-তে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সিএমএইচ এর মনোরোগবিদ্যা বিভাগের মনোরোগ বিশেষজ্ঞ লে. কর্নেল ডা. জেসমিন আখতার।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও সিএমএইচ ঢাকা এর উপদেষ্টা ও অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিএমই-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর সিএমই-তে উপস্থিত মনোরোগ বিশেষজ্ঞগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
ঢাকা সিএমএইচ এর প্রাক্তন এবং বর্তমান মনোরোগ বিশেষজ্ঞগণ সপরিবারে অংশগ্রহণ করায় সিএমই-তে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং প্রাক্তন ও বর্তমান মনোরোগ বিশষজ্ঞগণের মিলনমেলায় পরিণত হয়। জৈষ্ঠ্য মনোরোগ বিশেষজ্ঞণ তাঁদের বণার্ঢ্য কর্মজীবনের স্মৃতিচারণাও করেন।
সিএমই-তে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ঢাকা সিএমএইচে সিজোফ্রেনিয়া বিষয়ে সিএমই অনুষ্ঠিত
Previous Articleবুদ্ধি বিষয়ক নানা লেখায় সমৃদ্ধ মনের খবর ফেব্রুয়ারি সংখ্যা
Next Article বই যেন শিশুদের আনন্দের উৎস হয়ে ওঠে: মাহবুবুল হক