মনের খবর টিভিতে প্রচারিত হবে নিয়মিত অনুষ্ঠান “শিশু বিকাশ ও আগামী প্রজন্ম”। অনুষ্ঠানের বিষয় “দীর্ঘবিরতী, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, কেমন হবে শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি।”।
১৪ই সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ১০টায় মনের খবর টিভিতে অনুষ্ঠানটি প্রচার করা হবে। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন মনের খবর টিভিতে- https://www.facebook.com/monerkhabortv/live/
অনুষ্ঠানটিতে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবেন এবং সরাসরি রোগীদের পরামর্শ দেবেন
“ব্রিগেডিয়ার জেনারেল. (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম”, অধ্যাপক ও প্রাক্তন উপদেষ্টা,
মনোরোগবিদ্যা বিভাগ আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ এবং সি.এম.এইচ, ঢাকা
সিনিয়র কনসালটেন্ট, সাইকিয়াট্রি, স্কয়ার হাসপাতাল
প্রিন্সিপাল, ইউএস বাংলা মেডিকেল কলেজ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন ডা. সুস্মিতা সরকার,এমবিবিএস,সিসিডি (বারডেম),এফসিপিএস প্রশিক্ষণার্থী (সাইকিয়াট্রি),এনআইএমএইচ।
প্রায় দেড় বছর পর দেশে স্কুল-কলেজ খুলেছে গত ১২ই সেপ্টেম্বর, ২০২১ইং তারিখে।
সারাদেশে একরকম উৎসবমুখর পরিবেশে শিক্ষাপ্রতিষ্টানে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তাদের শিক্ষার্থীদের নানা আয়োজনের মাধ্যমে বরণ করে নিচ্ছেন।
এতোদিন পর শিক্ষার্থীদের ফেরাটা তাদের মানসিকভাবে কিভাবে প্রভাব ফেলবে এটাই এখন দেখার বিষয়।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের এই মানসিক ব্যাপার কিভাবে মোকেবেলা করতে পারে। পাশাপাশি অভিভাবকরা কি ভূমিকা রাখতে পারেন এগুলো নিয়েই আলোচনা করতে এই লাইভ শো’র আয়োজন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে