এফসিপিএস এমসিপিএস উর্ত্তীণ নবীণ সাইকিয়াট্রিস্টদের সংবর্ধনা দিল রেনাটা লিমিটেড

0
238
এফসিপিএস এমসিপিএস উর্ত্তীণ নবীণ সাইকিয়াট্রিস্টদের সংবর্ধনা দিল রেনাটা লিমিটেড
সদ্য এফসিপিএস এমসিপিএস ডিগ্রী অর্জনকারী মানসিক রোগ বিশেষজ্ঞদের সংবর্ধনা দিয়েছে রেনেটা লিমিটেড।

আজ (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সান্তুর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ উপস্থিত থেকে নবীন এসব সাইকিয়াট্রিস্টদের শুভেচ্ছা জানান। পাশাপাশি আয়োজকক রেনেটা লিমিটেড’কে ধন্যবাদ জানান তারা।

বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে নবীন সাইকিয়াট্রিস্টরা অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত অগ্রজ সাইকিয়াট্রিস্টবৃন্দ। নবীনদের গবেষণার কাজে মনোযোগী হতে আহ্বান জানিয়ে যেকোন প্রয়োজনে সবসময় পাশে থাকার কথাও বলেন তাঁরা।

অনুষ্ঠানে বাংলাদেশ নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটি প্রটেকশন ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, ঢাকা সিএমএইচ এর সাইকিয়াট্রি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. এম কামরুল হাসান, ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ এর সাধারন সম্পাদক অধ্যাপক ডা. ফারুক আলম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার,  বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ একই প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক ডা. অভ্র দাস ভৌমিক, সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, সহকারী অধ্যাপক ডা. জিনাত ডে লায়লা, ডা. সাইফুন নাহার সুমি, রেজিষ্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ এর মানসিক রোগ বিভাগ এর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগ এর কনসালটেন্ট ডা. আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

 

Previous articleইতিবাচক বেশিদিন মানুষেরা বাঁচেন: গবেষণা
Next articleবার্ধক্যজনিত অবসাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here