ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

0
23
ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

গত ২৪ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সাইকিয়াট্রি বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদা চৌধুরী। বৈজ্ঞানিক উপস্থাপনায় ছিলেন সহযোগী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শামসুন নাহার। মানসিক স্বাস্থ্য রক্ষার বিভিন্ন পদ্ধতি, সচেতনতা বৃদ্ধির উপায় এবং কর্মক্ষেত্রে মানসিক চাপের প্রভাব নিয়ে তাদের প্রাসঙ্গিক আলোচনা উপস্থিত সবার কাছে বিশেষভাবে গ্রহণযোগ্যতা পায়।

উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, চিকিৎসক এবং ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা শেষে বিদায়ী সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ফাহিয়া রহমানকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়, এবং নতুন যোগদানকারী সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আফরোজা সুলতানাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরও পড়ুন:

Previous articleহঠাৎ অভিভাবকহীন হয়ে পড়লে শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের অন্যদের করণীয়
Next articleনারী-পুরুষ সম্পর্ক নতুন বিবাহিতদের সমস্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here