সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩ উদযাপন

0
17

মনের খবর প্রতিবেদক: “মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার” প্রতিপাদ্যে গত ১০ অক্টোবর পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশে সরকারি, বেসরকারি পর্যায়ে আয়োজিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। উদযাপনের অংশ হিসেবে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম  এবং প্রধান অতিথি ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাঃ লি. এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুর রহমান।

সেমিনারে প্রেজেন্টেশনসহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গুলজার আহমেদ, শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও  বিভাগীয় প্রধান ডা. রেজওয়ানা হাবিবা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সুচিত্রা তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানী, অধ্যাপক ডা. অভিজিৎ দাস, অধ্যাপক ডা. হামিদা খাতুন, ডা. মো. আনিসুর রহমান, ডা. জীবন কুমার পাল সহ নর্থ ইষ্ট  মেডিকেল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ও এফসিপিএস ট্রেইনিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইল ছবি

অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের মেডিকেল অফিসার ডা. রুবাইয়াত ফাতেমা। সেমিনারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য “ মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার” বিষয়ে অতিথিরা গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ তুলে ধরেন।

 

 

Previous articleবিএসএমএমইউ-তে বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের ৪৮.৪ ভাগই বিভিন্ন মানসিক রোগে ভুগছেন
Next articleপ্যালিয়েটিভ কেয়ার দিবসে মনের খবর টিভির বিশেষ আয়োজন অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here