“অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” প্রতিপাদ্যে গত ১০ অক্টোবর পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশে সরকারি, বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ পালনের অংশ হিসেবে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস, সিলেট (বাপসিল) এর সহযোগিতায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাঃ লি. এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়া।
সেমিনার সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ ও প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট পার্কভিউ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ন দাস, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুবিন উদ্দিন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাঈদ এনাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের মেডিকেল অফিসার ডা. আকলিমা আক্তার হেলি, মেডিকেল অফিসার।
সেমিনারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” বিষয়ে অতিথিরা গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ তুলে ধরেন।
সেমিনারে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে