ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল (এমএমসিএইচ) এর ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি কর্তৃক আয়োজিত CPD-6 এর আওতায় মাল্টিডিসিপ্লিনারি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ মার্চ অনুষ্ঠিত অনুষ্ঠানের বিষয় ছিল “Gender Identity and Gender Dysphoria – You don’t feel at home with your assigned gender “। মাল্টিডিসিপ্লিনারি সায়েন্টিফিক সেমিনারে অবস এন্ড গাইনি বিভাগ, এন্ডোক্রাইনোলজি বিভাগ এবং ডার্মাটোলজি বিভাগ অংশগ্রহণ করেছিলেন।
দুপুর ১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন ডা. কাওসার আহমেদ( এসোসিয়েট প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি, এমএমসিএইচ)।
প্যানেল এক্সপার্ট হিসেবে ছিলেন, প্রফেসর ডা. তাইয়েবা তানজিন মির্জা ( প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অব অবস এন্ড গাইনি, এমএমসিএইচ), ডা. মো. আনোয়ার হোসাইন (এসোসিয়েট প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অব এন্ডক্রিনোলজি, এমএমসিএইচ), ডা.এম এ এস পাঠান (এসোসিয়েট প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি, সিবিএমসিএইচ), ডা.মো.জামাল উদ্দীন, (এসোসিয়েট প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অব ডার্মাটোলজি, এমএমসিএইচ)।
প্রেজেন্টার হিসেবে ছিলেন, ডা. পলাশ রায় ( এসিস্টেন্ট প্রফেসর,ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি, এমএমসিএইচ) এবং সজীব আবেদীন ( এসিস্টেন্ট রেজিস্টার, ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি)।
ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি এর এই ধরনের সময় উপযোগী মাল্টিডিসিপ্লিনারি CPD প্রোগ্রাম নিয়মিতভাবে ভবিষ্যতেও আয়োজন করবে বলে প্রত্যাশা সবার।
অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিল রেনাটা লিঃ।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে
