সারাদেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি

0
83

প্রতিবছরের মত এবছরও ১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ২৮ তম এই দিবসের এবারের প্রতিপাদ্য “মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ”।
বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এবারের মানসিক স্বাস্থ্য দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম।
আজ (০৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম এর লাইন ডাইরেক্টর ডা. নূর মোহাম্মাদ স্বাক্ষরিত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন সংক্রান্ত একটি নির্দেশনা সারাদেশের বিভাগীয় স্বাস্থ্য সচিব, মেডিকেল কলেজ সমূহের অধ্যক্ষ, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
নির্দেশনা সম্বলিত চিঠিতে গুরত্বের সাথে দিবসটি উদযাপনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছে।
এছাড়া যেসকল জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেসব জেলার মানসিক রোগ বিভাগের মনোরোগ বিশেষজ্ঞকে আলোচনায় অর্ন্তভূক্ত করতে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Previous articleপ্রকৃতির সান্নিধ্য শিশুদের মানসিক চাপ কমায়
Next articleশিশুদের মনোযোগ বাড়াতে করণীয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here